ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

ডেমরায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডেমরায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪ | ১৮:১১

রাজধানীর ডেমরায় সড়ক দুর্ঘটনায় ইমরান শিকদার (২৩) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে তিনি রিকশায় করে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কোনো একটি যানের ধাক্কায় তিনি রিকশা থেকে ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি নারায়ণগঞ্জ কমার্স কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান সমকালকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। ইমরানকে বহনকারী রিকশাকে ধাক্কা দেওয়া যানটি ট্রাক নাকি সিএনজিচালিত অটোরিকশা তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

তবে পরিবারের সদস্যরা এ ঘটনায় কোনো মামলা করতে রাজি হননি। তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন।

নিহতের বড় ভাই নাহিদ শিকদার সাংবাদিকদের জানান, ডেমরার সারুলিয়া এলাকায় থাকতেন ইমরান। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া এলাকায়। বাবার নাম মোক্তার হোসেন সিকদার। ইমরান গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রিকশায় করে সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। দুপুর পৌনে ১টার দিকে দ্রুতগতির একটি যান ওই রিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর দুপুর আড়াইটার দিকে চিকিৎসক জানান, ইমরান আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাটির তদন্ত করছে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ময়নাতদন্ত ছাড়া অথবা ময়নাতদন্তের পর মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×