ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

রাজধানীর বায়ুমানের অবনতি থামছে না

রাজধানীর বায়ুমানের অবনতি থামছে না

ঢাকার বায়ুদূষণ রোধে জরুরি কর্মপরিকল্পনা গ্রহণের দাবিতে শুক্রবার জাতীয় সংসদ ভবনের সামনে জনভাষ্যের অবস্থান কর্মসূচি সমকাল

 সমকাল ডেস্ক 

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ০০:০৮

ঢাকার বায়ুমান দিনকে দিন খারাপ হচ্ছে। রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বায়ুর মান মাঝেমধ্যে অস্বাস্থ্যকর থেকে ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরারও পরামর্শ দেওয়া হয়েছে। চলতি মাসের শুরু থেকে কয়েকবার বায়ুদূষণে বিশ্বে শীর্ষস্থান করে নেয় বাংলাদেশের রাজধানী। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনের সকালেও বায়ুদূষণে বিশ্বের ১২৬ নগরীর মধ্যে শীর্ষে ছিল ঢাকা। 

ছুটির দিনে সাধারণত যানবাহন চলাচল কম থাকে, বন্ধ থাকে অনেক কলকারখানা। এসব ঢাকার বায়ুদূষণের বড় উৎস। তার পরও গতকাল সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুর মান ছিল ২৬২। বায়ুর এই মানকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ২১৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। 
বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। এ ছাড়া ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। 

এর আগে গত ৪, ৫ ও ৬ ডিসেম্বর বিশ্বের ১২৬টি শহরের মধ্যে টানা তিন দিন ধরে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা প্রথম স্থানে ছিল। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার বায়ুমান ছিল ৩০৫। আর মঙ্গলবার সকাল ৯টার দিকে ছিল ২৪৯। এদিন বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় শীর্ষ স্থানে ছিল ঢাকা। সর্বশেষ গতকাল আবারও শীর্ষে ওঠে ঢাকার স্কোর। 
এ অবস্থায় গত মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ঘরের বাইরে গেলে সবাইকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ জানানো হয়। 
এদিকে রাজধানীতে দূষণ রোধ ও বায়ুর মান স্বাস্থ্যকর করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জরুরি কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্থাটির সচিব মামুন উল হাসান এ-সংক্রান্ত চিঠি সব কর্মকর্তাকে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। চিঠিতে সচিব বলেন, ঢাকা শহরের বায়ুর মান সূচক অস্বাস্থ্যকর ও দুর্যোগপূর্ণ। দূষণ রোধ এবং বায়ুর মান সূচক স্বাস্থ্যকর করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ জরুরি কার্যক্রম গ্রহণে নির্দেশ দেওয়া হলো। 
 

আরও পড়ুন

×