ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

বাংলা একাডেমিতে দুই দিনের ‘ভালো থাকার উৎসব’ শুরু

বাংলা একাডেমিতে  দুই দিনের ‘ভালো  থাকার উৎসব’ শুরু

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুক্রবার শুরু দুই দিনব্যাপী ভালো থাকার উৎসবে ফ্যাশন ডিজাইনার ও মডেল বিবি রাসেলের সঙ্গে অতিথিরা সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ০০:২৪

বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ভালো থাকার উৎসব’। শান্তিবাড়ির উদ্যোগে নারীদের জন্য এ আয়োজনে রয়েছে চিত্রপ্রদর্শনী, নারী উদ্যোক্তার পণ্য ও খাদ্য প্রদর্শনী, তাদের মানসিক ও আইনি সহায়তার স্টল। গতকাল শুক্রবার সকালে উৎসবের উদ্বোধন করেন ফ্যাশন ডিজাইনার  ও মডেল বিবি রাসেল, মনোচিকিৎসক হেলাল উদ্দিন আহমেদ ও মডেল-অভিনেত্রী তানজিকা আমিন। 
উৎসবের প্রথম দিনে ১০ নারীর অংশগ্রহণে দিনব্যাপী আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভাস্কর নভেরা হলে অনুষ্ঠিত হয় চিত্রপ্রদর্শনী। 

এতে অংশ নেন ৩০ নারী চিত্রশিল্পী। উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রশিল্পী অধ্যাপক হামিদুজ্জামান খান ও ভাস্কর আইভী জামান। এ ছাড়া একাডেমির সবুজ প্রাঙ্গণে চলছে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী ও মেলা। প্রথম দিন অন্যান্যের মধ্যে অভিনেত্রী কুসুম শিকদারকেও দেখা গেছে।

এ আয়োজনে নারীর কল্যাণে কাজ করা শান্তিবাড়ির মনোবিদ, আইনজীবী ও পুষ্টিবিদের উপস্থিতি ছিল। তাদের তত্ত্বাবধানে তিনটি বুথ পরিচালিত হয়। এসব বুথে নারীদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য যাচাই ও পরামর্শ, আইনি ও ডায়েট-সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়। উৎসবের প্রথম দিন বৃহস্পতিবার মনোচিকিৎসক হেলাল উদ্দিন আহমেদের মানসিক স্বাস্থ্য ও ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টাব্যাপী এ সেশনে বিপুল সংখ্যক উৎসাহী অংশ নেন। বিকেলে উন্মুক্ত মঞ্চে সর্বনাম ব্যান্ডের পরিবেশনা দর্শক শ্রোতাকে মাতিয়ে রাখে। 
সমাপনী দিনে আজ বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে থাকবে আয়োজন। এতে বিজ্ঞান ও নারীবাদী অ্যাক্টিভিস্ট ডা. মনিরুল ইসলাম আলোচনা করবেন; বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান বলবেন নিজের জীবন ও লড়াইয়ের গল্প। এ ছাড়াও এবারের বিশেষ আকর্ষণ হলো, এ অনুষ্ঠানে এই বছর শান্তিময়ী সম্মাননা  পাবেন কৃতী ফুটবলার, ক্রীড়াবিদ রেহানা পারভীন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের শেষ হবে। 

‘ভালো থাকার উৎসব’ শান্তিবাড়ির নিয়মিত বার্ষিক আয়োজন। বাংলা একাডেমিতে এ বছর উৎসবের সিজন-২ অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন

×