ইজতেমা মাঠে সংঘর্ষ
উত্তরায় সভা–সমাবেশ ও মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ১৫:৫৫
টঙ্গীর ইজতেমা ময়দানসহ রাজধানীর উত্তরা, কামারপাড়া, আবদুল্লাহপুর ও উত্তরা ১০ নম্বর সেক্টরসংলগ্ন তুরাগ নদের দক্ষিণ–পশ্চিম পাড় এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ–মিছিল ও শোভাযাত্রা নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ শনিবার বিজ্ঞপ্তিটি গণমাধ্যমে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ডিসেম্বর থেকে ডিএমপি উত্তরা, কামারপাড়া, আবদুল্লাহপুর ও উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন তুরাগ নদের দক্ষিণ–পশ্চিম পাড় এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ–মিছিল, শোভাযাত্রা নিষিদ্ধ করেছিল। গতকাল ডিএমপি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গত ১৮ ডিসেম্বর মাওলানা জুবায়ের আহমেদ ও মাওলানা সাদ কান্দলভি অনুসারিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। এতে চারজন নিহত হন। সংঘর্ষে আহত হন প্রায় শতাধিক। এরপর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডা. নাজমুল করিম খান।
নির্দেশনায় বলা হয়, ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা মায়দানসহ আশপাশের ৩ কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না, কোনো প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা, কোনো প্রকার লাউডস্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না বলে পত্রে উল্লেখ করা হয়েছে।
- বিষয় :
- গাজীপুর