মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা
প্রশাসনে ফ্যাসিবাদীরা থাকলে সরকার ব্যর্থ হয়ে যাবে
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫ | ২৩:১৩
বর্তমান সরকারের প্রশাসনসহ বিভিন্ন স্তরে এখনও ফ্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে আছে। অবিলম্বে এদের বের করে দিতে হবে। তা না হলে গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়ে যাবে। ছাত্র-জনতার বুকের রক্ত দিয়ে গড়ে ওঠা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন সম্ভব হবে না।
শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মাসুদ পারভেজ রচিত ‘জুলাই বিপ্লব ২০২৪ রক্তাক্ত দলিল’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
সাংবাদিক ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন, গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান, গবেষক-নির্মাতা জহুরুল হাসান, হাবিবুর রহমান সিজার, মাসুদ ইমাম প্রমুখ।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকার নিরলস পরিশ্রম করে যাচ্ছে। অল্প সময়ের মধ্যে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। এসব বইয়ে থাকা অপ্রাসঙ্গিক বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। আগামীতে যে পাঠ্যপুস্তক ছাপা হবে তা মানসম্মত হবে এবং মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অতিরিক্ত সচিব কামাল উদ্দিন বলেন, যে শক্তি ও চেতনা নিয়ে ছাত্র-জনতা বিপ্লব করেছে, তা যেন হারিয়ে না যায়। তিনি মনে করেন, সাড়ে পাঁচ মাস পর বিপ্লবের গুরুত্ব আরও বেড়ে গেছে।