ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ভেঙে ফেলা হয়েছে রাজউকের প্রধান প্রকৌশলীর দখলকৃত প্লটের জায়গা

ভেঙে ফেলা হয়েছে রাজউকের প্রধান প্রকৌশলীর দখলকৃত প্লটের জায়গা

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫ | ২০:৩৩ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ | ২০:৪৪

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম ও তার ভাই রফিকুল আলমের দখলকৃত ৭ কাঠা জায়গার দেয়াল ভেঙে ফেলা হয়েছে। গত শনিবার সমকালের প্রথম পাতায় ‘পূর্বাচলকে নিজস্ব সম্পত্তি বানিয়ে প্রধান প্রকৌশলীর নয়ছয়: নকশা ভেঙে প্রকল্পের ৭ কাঠা জায়গা দখল’ শীর্ষক প্রতিবেদনের পর দখলকৃত জায়গার দেয়াল আজ সোমবার ভাঙা হয়েছে। 

রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুল ইসলাম সমকালকে বলেন, ‘সংবাদ প্রকাশের পরে প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম নিজ উদ্যোগেই বর্ধিত ৭ কাঠা জায়গার দেয়াল ভেঙে ফেলেছেন।’

নুরুল ইসলাম ও তার ভাই রফিকুল আলমের দখলকৃত ৭ কাঠা জায়গার ভেঙে ফেলা দেয়াল। ছবি-সমকাল

জানা যায়, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের লেকের ধারে দুই ভাইয়ের নামে পাশাপাশি দুটি ৫ কাঠা আয়তনের প্লট নিয়েছেন প্রকৌশলী (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম। প্লট বরাদ্দের আবেদনের সময় তিনি প্রকল্পের সহকারী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন। এখন প্রকল্প পরিচালকের দায়িত্বে থাকা অবস্থায় এই ১০ কাঠা প্লটের পাশের লেকপাড়ের ওয়াকওয়ে, বর্জ্য নিষ্পত্তি স্টেশন এবং সবুজ বেল্টের ৭ কাঠা জায়গা দখল করে প্রাচীর নির্মাণ করেছেন তিনি। এতে নষ্ট হয়েছে প্রকল্পের নকশা। বন্ধ হয়েছে লেকপাড়ের হাঁটা পথ। প্লট বরাদ্দের আবেদন ও প্লটের লিজ দলিল রেজিস্ট্রেশনের সময়ে  রফিকুল আলম তার বর্তমান ঠিকানার স্থলে প্রযত্নে প্রকৌশলী মো. নুরুল ইসলাম, ৯৪৭/৫ পূর্ব মনিপুর, মিরপুর এবং ‘বনানী নিবাস’ ফ্ল্যাট নং ৪০২, বাড়ি নং–০৫, রোড নং ১৭, ব্লক সি, বনানীর ঠিকানা ব্যবহার করেছেন। 

রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) ও প্রকল্প পরিচালক মো. নুরুল ইসলাম সমকালকে বলেন, খণ্ড জমি নেওয়ার আবেদন করা হয়নি। সমকালে সংবাদ প্রকাশের পরেই আমি দেয়ালটুকু ভেঙে ফেলেছি।  

প্লটের জায়গা দখল এবং দেয়াল ভাঙা প্রসঙ্গে রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল ড. মো সিদ্দিকুর রহমান সরকারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

×