ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত সংগঠন করতে হবে: মজনু

দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত সংগঠন করতে হবে: মজনু

কথা বলছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ২৩:০০

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আগামী নির্বাচন ও দেশ গঠনের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত করে আমাদের সংগঠন সাজাতে হবে। কারণ বিএনপির বিরুদ্ধে এক শ্রেণির রাজনৈতিক দল নানা ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, আমাদের প্রতিটি নেতাকর্মীকে আজ কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দলের ভাবমূর্তি রক্ষায় সচেষ্ট থাকতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকাণ্ডে লিপ্ত কাউকে সে যতই শক্তিশালী হোক ক্ষমা করা হবে না। আমরা বিশ্বাস করি- ব্যক্তির চাইতে দল এবং দেশের স্বার্থ অনেক বড়।
 
বৃহস্পতিবার নয়াপল্টনস্থ মহানগর বিএনপি কার্যালয়ের ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সভায় সভাপতির বক্তব্যে রফিকুল আলম মজনু এসব কথা বলেন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।

তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের সকলের লক্ষ্য এক হওয়া উচিত। গত দেড় যুগে আওয়ামী লীগ ও তার দোসরদের লুটপাটে দেশ আজ ভয়াবহ অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সবাইকে রাজনৈতিক ঐক্যমত নিয়ে দেশ গঠনে মনোনিবেশ করতে হবে। সভায় মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×