ঢাকা সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

গুলশানে দু’জনকে কুপিয়ে ‘কোটি টাকা’ ছিনতাই

গুলশানে দু’জনকে কুপিয়ে ‘কোটি টাকা’ ছিনতাই

প্রতীকী ছবি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০৫:০৭

রাজধানীর গুলশান-২ এ মঙ্গলবার রাতে ডিসিসি মার্কেটের সামনে দু’জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আহতরা হলেন একটি মানি এক্সচেঞ্জের মালিক কাদের শিকদার ও তাঁর শ্যালক আমির হামজা।

কাদের শিকদারের ছোট ভাই মিন্টু শিকদার বলেন, বরুন বর্মণ মার্কেটের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে কাদের শিকদার মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। সঙ্গে ছিলেন আমির হামজা। তারা কিছুদূর যেতেই ১৫/২০ জন মোটরসাইকেলের গতিরোধ করে এবং রড দিয়ে আঘাত করে দু’জনকে ফেলে দেয়। হেলমেট ও ইট দিয়ে মাথায় আঘাত এবং কুপিয়ে আহত করে। এ সময় তাদের কাছে থাকা প্রায় কোটি টাকাসহ ব্যাগটি নিয়ে যায়। আহত দু’জনকে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে।

মিন্টু শিকদার আরও বলেন, ‘চার মাস আগে ইয়াসিন শিকদার নামে এক সন্ত্রাসী আমাকে অপহরণ করেছিল। সে সময় তারা ৭৯ লাখ টাকা নিয়ে গিয়েছিল। ওই ঘটনায় কাদের শিকদার বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ইয়াসিন কারাগারে ছিল। সম্প্রতি জামিনে মুক্ত হলে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছিল। ধারণা করছি, ইয়াসিনই লোকজন দিয়ে এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, দু’জনকে আহত অবস্থায় নিয়ে আসার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন

×