বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ০৫:১৩
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। তারা মগবাজার এলাকায় ডাকাতির জন্য বনানীতে প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো– সাংবাদিক পরিচয় দেওয়া রোজারিও এবং ডাকাত চক্রের সোর্স সালাম। গ্রেপ্তার দুই সেনাসদস্যের একজন কর্পোরাল, অন্যজন সৈনিক পদবির। তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দু’জনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বনানী থানার ওসি রাসেল সরোয়ার বলেন, মঙ্গলবার রাতে বনানীর ১৭ নম্বর সড়কের স্টার কাবাবের সামনে একটি চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বনানী থানা পুলিশের একটি টহল দল জটলা দেখে সেখানে থামে। পুলিশ দেখে দুই সেনাসদস্যসহ তিনজন সেখান থেকে কৌশলে সটকে পড়ে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে দুই সেনাসদস্যকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দু’জনকে রিমান্ডে পেয়েছে পুলিশ।
ওসি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সাংবাদিক রয়েছে। তার কাছে ক্যামেরা ও পরিচয়পত্র পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, জুতা ও পরিচয়পত্র এবং ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তাদের কাছে তালা ভাঙার সরঞ্জামও পাওয়া গেছে।
বিদেশি পিস্তলসহ ধরা তিনজন
গতকাল সবুজবাগের শহীদ জিয়া বাসাবো উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিদেশি পিস্তলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার তিনজন হলেন– মো. সাঈদ, হৃদয় সরকার ও আনোয়ার হোসেন।
ডিএমপির মুখপাত্র উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দুষ্কৃতকারীরা অপরাধ সংঘটনের উদ্দেশে অস্ত্র-গুলিসহ অবস্থান করছে– এমন খবরে সেখানে অভিযানে যায় ডিবি। ঘটনাস্থল থেকে পালানোর সময় সাঈদ, হৃদয় ও আনোয়ারকে একটি বিদেশি পিস্তল এবং পাঁচ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। এ সময় আকাশ, রফিক, সাকিব ও শান্ত নামে চারজন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতকদের বিরুদ্ধে সবুজবাগ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে অবৈধ বিদেশি পিস্তল ও গুলি নিজেদের কাছে রেখেছিল তারা।
- বিষয় :
- রাজধানী