ঢাকা বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

উত্তরা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আমিনুল ইসলাম

বিশ্বের সঙ্গে তাল মেলাতে দক্ষ হতে হবে কৃত্রিম বুদ্ধিমত্তায়

বিশ্বের সঙ্গে তাল  মেলাতে দক্ষ হতে  হবে কৃত্রিম বুদ্ধিমত্তায়

রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শনিবার উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তনে শিক্ষার্থীদের চ্যান্সেলর পদক দেওয়া হয় সমকাল

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫ | ০১:৪৬

উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ হতে হবে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম। তিনি বলেন, উন্নত বিশ্বগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছে। এ অবস্থায় আমাদের বসে থাকার সুযোগ নেই। আমাদের ব্যাপকভাবে কাজ করতে হবে। 
শনিবার সকালে রাজধানী আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত উত্তরা ইউনিভার্সিটির নবম সমাবর্তনে সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি বিভিন্ন ধরনের সফট স্কিল, মূল্যবোধ ও ভাষা অর্জনের তাগিদ দিয়ে ড. আমিনুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন বা লক্ষ্য না থাকলে বড় হওয়া সম্ভব নয়। 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন  ইউজিসির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াসমীন আরা লেখা ও উপ-উপাচার্য অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মহিউদ্দিন। 
অধ্যাপক আনোয়ার বলেন, শিক্ষা একজন মানুষের মধ্যে মানবকল্যাণ, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক ন্যায়বিচারের ধারণাকে সমুন্নত করে মানবসভ্যতাকে এগিয়ে নেয়। কিন্তু চলমান শিক্ষা ব্যবস্থা এ দেশে এ বিষয়গুলো নিশ্চিত করতে পারছে কিনা তা আমি নিশ্চিত নই।
সমাবর্তনে ৩ হাজার ৪৯৭ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলের জন্য দুই শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ৩৫ শিক্ষার্থীকে ট্রাস্টি, ভিসি ও ডিন পদক দেওয়া হয়। 

আরও পড়ুন

×