ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বৈঠকে ড. মঈন খান

অন্তর্বর্তী সরকারের অবস্থান দীর্ঘায়িত করা যৌক্তিক হবে না

অন্তর্বর্তী সরকারের অবস্থান দীর্ঘায়িত করা যৌক্তিক হবে না

বৈঠকে বক্তব্যকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩:০৪ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ২৩:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকারকে অনেক সময় অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। কারণ সরকার কোনো বিশেষ গোষ্ঠীর নয়, বরং ১৮ কোটি মানুষের মধ্যে বিভিন্ন গোষ্ঠী ও মত, সবারই প্রতিনিধি। অন্তর্বর্তী সরকার যদি তাদের অবস্থান দীর্ঘায়িত করে, তাহলে তা যৌক্তিক হবে না।  

সোমবার রাজধানীর মোমেনবাগে খান ফাউন্ডেশনের ডেমোক্রেসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ৬ মাস, ছাত্র-জনতা এখন কোথায়?’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস এ আয়োজন করে।

ড. মঈন খান বলেন, অন্তর্বর্তী সরকার একটি বিশেষ দায়িত্ব নিয়ে এসেছে, সীমাহীন দায়িত্ব তো পালন করতে পারবে না। কেউ ভালো করলে সবাই ফুলের মালা দিয়ে বরণ করবে। আবার ভুল করলে তারাই বিরুদ্ধে যাবে, এটা স্বাভাবিক।

দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রোখসানা খন্দকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মহাসচিব সাইফুল হক, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, অতীশ দীপংকর বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সামসুল আলম লিটন, সাংবাদিক মাসুদ কামাল, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, সাংবাদিক মনজুরুল আলম পান্না, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণফোরাম নেতা সুব্রত চৌধুরী প্রমুখ। 

আরও পড়ুন

×