ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

লাশ দাফনে আরও ১০ হাজার টাকা

লঞ্চডুবি: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

লঞ্চডুবি: দেড় লাখ টাকা করে পাবে নিহতদের পরিবার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২০ | ০৮:৪৬

রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা এবং লাশ দাফনে আরও ১০ টাকা দেয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

সোমবার লঞ্চ দুর্ঘটনার পর নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। খবর : ইউএনবি

তিনি বলেন, ‘নিহত প্রতিটি পরিবারকে দেড় লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে এবং ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে লাশ দাফনের জন্য ১০ হাজার টাকা করে দেয়া হবে।’

ঢাকার শ্যামবাজার এলাকায় লঞ্চডুবির ঘটনায় সোমবার ছয়জন নারী ও তিনটি শিশুসহ ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

×