লঞ্চডুবি: মঙ্গল ও বুধবার প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেবে তদন্ত কমিটি

সোমবার সকালে বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় উদ্ধার তৎপরতা। ছবি: আতাউর রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২০ | ১০:২৭ | আপডেট: ২৯ জুন ২০২০ | ১০:৩৪
বুড়িগঙ্গা নদীতে সোমবার সকালে লঞ্চডুবির ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটি মঙ্গলবার ও বুধবার বিকেল ৩টায় সদরঘাটে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য নেবে।
সোমবার রাতে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (উন্নয়ন) মো. রফিকুল ইসলাম খান ঘটনার প্রত্যক্ষদর্শীদের ওই সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এর আগে এ লঞ্চ দুর্ঘটনার কারণ উদঘাটন, দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/সংস্থাকে সনাক্তকরণ ও দুর্ঘটনা প্রতিরোধে করণীয় উল্লেখ করে সুনির্দিষ্ট সুপারিশ প্রদানের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় সোমবার সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি আগামী সাতদিনের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রতিবেদন দাখিল করবে।
সোমবার সকালে আরেকটি লঞ্চের সঙ্গে ধাক্কায় 'এমভি মর্নিং বার্ড' নামের লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ নারী ও ৩ শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩০ জনের পরিচয় মিলেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে ছেড়ে আসা 'এমভি মর্নিং বার্ড' লঞ্চটি সদরঘাটে নোঙ্গর করার প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় ঘাটে নোঙর করে থাকা 'ময়ূর-২' নামের একটি লঞ্চ ধাক্কা দিয়ে 'মর্নিং বার্ডের' উপরে উঠে যায়। এতে সঙ্গে সঙ্গে 'মর্নিং বার্ড' ডুবে যায়। ডুবে যাওয়া লঞ্চের যাত্রীদের কয়েকজন সাঁতরে তীরে উঠতে পারলেও অনেকেই ভেতরে আটকা পড়েন।
- বিষয় :
- বুড়িগঙ্গায় লঞ্চডুবি
- লঞ্চডুবি
- মর্নিং বার্ড