ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ ধরা দুইজন, একজনকে পিটিয়ে হত্যা

মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ ধরা দুইজন, একজনকে পিটিয়ে হত্যা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫ | ০২:০৪ | আপডেট: ১৬ মে ২০২৫ | ০২:২২

রাজধানীর মোহাম্মদপুরে ‘ছিনতাইয়ের সময়’ দুইজনকে ধরে জনতা পিটুনি দেওয়ার পর হাসপাতালে একজন মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বসিলা সিটি হাউজিং এলাকায় এ ঘটনায় নিহত যুবকের নাম রাকিব (২৮)। আহত মিলন (৩৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, সকালে কয়েকজন যুবক বসিলার ওই আবাসিক এলাকায় দেশি অস্ত্রসহ ছিনতাইয়ে নেমেছিল। এসময় স্থানীয়রা জড়ো হয়ে দুইজনকে ধরে ফেলেন। বাকিরা পালিয়ে যান। গণপিটুনিতে আহত দুইজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাকিব নামের একজন মারা যান।

তিনি বলেন, রাকিবের বিরুদ্ধে এর আগে মোহাম্মদপুর থানায় একটি চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

×