ঢাকা শনিবার, ১৪ জুন ২০২৫

উদীচীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি

উদীচীর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি

শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫ | ১৮:৩৯

সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় সংগীত নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানাল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ শনিবার বিকেলে রাজধানীর তোপখানা রোডে উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বগুড়ায় উদীচীর কর্মসূচিতে হামলার প্রতিবাদ জানানো হয়।

নেতারা বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে জাতীয় সংগীত ও জাতীয় পতাকাসহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এই অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। অন্যথায় গণঅভ্যুত্থানের অর্জন বিনষ্ট হবে।

উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সভাপতি মাহমুদ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চারণ সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন, খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, যুব ইউনিয়নের কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী খান প্রমুখ।

সবশেষে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে অংশ নিয়েছেন উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ও খেলাঘরের শিল্পীরা।

আরও পড়ুন

×