ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

প্রসঙ্গ ইশরাকের শপথ

নগর ভবনে তালা ঝুলিয়ে উপদেষ্টার কুশপুতুল দাহ

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি

নগর ভবনে তালা ঝুলিয়ে উপদেষ্টার কুশপুতুল দাহ

ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সোমবারও নগর ভবন ঘিরে বিক্ষোভ করেন তাঁর অনুসারীরা। গোলাপশাহ মাজারের সামনে সড়ক বন্ধ করে অবস্থান নেন তারা। এতে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীরা সাজ্জাদ নয়ন

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৫ | ০১:২২ | আপডেট: ২০ মে ২০২৫ | ১১:৪১

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে টানা পঞ্চম দিনের মতো গতকাল সোমবার নগর ভবন অবরোধ করেন আন্দোলনকারীরা। আজ মঙ্গলবারও তারা অবরোধের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর আজ শুনানি হবে। 

সকালে ইশরাক সমর্থকরা গুলিস্তানের গোলাপশাহ মোড় থেকে রাস্তার ওপর এলোমেলোভাবে যানবাহন রেখে যান চলাচল বন্ধ করে দেন। গুলিস্তান থেকে বঙ্গবাজার মোড় দখলে নিয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কুশপুতুল নিয়ে পুরো এলাকায় ঘুরে বেড়ান আন্দোলনকারীরা, পরে তা পোড়ানো হয়। অবরোধের কারণে পুরান ঢাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকা প্রায় অচল হয়ে যায়। 

এদিকে ইশরাক হোসেন সামাজিক মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে দাবি করেছেন, তাঁর শপথ না হওয়ার পেছনে সরকারের ক্ষমতার লিপ্সা ও ক্ষমতা চিরস্থায়ী করার অভিপ্রায় রয়েছে। ইশরাক সমর্থকদের আন্দোলন ঘিরে নগর ভবনের ফটকগুলোতে গতকালও ঝোলে তালা। 

এদিন বন্ধ ছিল সব ধরনের সেবা কার্যক্রম। ডিএসসিসি ও এলজিআরডি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারেননি। সকাল ১০টা থেকে বিকেল ৪টার কিছু আগ পর্যন্ত গুলিস্তান মাজার এলাকায় সড়কে ট্রাক রেখে এবং দড়ি দিয়ে সড়ক বন্ধ করে অবস্থান নেন তারা। এতে গুলিস্তান থেকে সদরঘাট-বাবুবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

সরেজমিন দেখা যায়, গুলিস্তান মাজার থেকে পুলিশ হেডকোয়ার্টার পর্যন্ত এলাকা দখলে রাখেন ইশরাকের সমর্থকরা। নগর ভবন থেকে জিরো পয়েন্ট পর্যন্ত বিভিন্ন পয়েন্টে লাগানো মাইকে চলে স্লোগান। বের হয় ছোট ছোট মিছিল। নগর ভবনের প্রধান ফটকের সামনে সংগীত পরিবেশন করা হয়। এ সময় তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের কুশপুত্তলিকায় জুতা ঝুলিয়ে পরে তা পুড়িয়ে দেয়। ‘ঢাকাবাসী’র ব্যানারে আজও সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সাবেক সচিব মশিউর রহমান।

ইশরাকের সমর্থকদের দাবি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কারণেই আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক শপথ নিতে পারছেন না। যত দিন না ইশরাক হোসেনকে শপথ পড়ানো হবে, তত দিন আন্দোলন চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

দাবি আদায় করব, না হয় মাটির নিচে শায়িত হব: ইশরাক
এদিকে চলমান আন্দোলনে সৃষ্ট আলোচনা-সমালোচনা নিয়ে গতকাল এক ফেসবুক স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘মেয়র ফেওর কিছু না। অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি, পিতা-মাতা তুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি। কারণ একটাই, এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে, জনগণের ভোটের অধিকারের স্বার্থে। সর্বশক্তি দিয়ে এরা ঢাকায় বিএনপির মেয়র আটকানোর চেষ্টার মধ্য দিয়ে আগামী জাতীয় নির্বাচনে কী ভূমিকা পালন করবে, তা ক্লিন কাট বুঝিয়ে দিল।’

তিনি আরও লেখেন, ‘কোনো কথা চলবে না। তারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে তা নয়, বরঞ্চ একটি দলের প্রতিনিধির কাজ করেছে। তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে। নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে। এবং আমলাতন্ত্র হাসিনার দোসরদের সাথে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করছে। একদিন এদের নাম পরিচয় প্রকাশ পাবে।’

ইশরাক হোসেন লেখেন, ‘হাসিনারেও বলছিলাম কবরটা ঠিক করাই আছে আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাআল্লাহ। লড়াই শেষ হয় নাই। হয় দাবি আদায় করব, না হয় আল্লাহর নির্ধারিত স্থান মাটির নিচে শায়িত হব। গণতন্ত্রের সাথে, জনগণের ভোটার অধিকারের সাথে এক চুল ছাড় হবে না।’

রিটের শুনানি আজ 
ইশরাককে ডিএসসিসি মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে রিটের ওপর আজ শুনানি হবে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ দিন ধার্য করেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।

১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে রিটটি করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাঁকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে। 

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গত ২৭ মার্চ তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

 

আরও পড়ুন

×