তেজগাঁও বিভাগের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৬৫

ছবি: প্রতীকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫ | ০৪:৩৫
রাজধানীর তেজগাঁও বিভাগের ছয়টি থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, তেজগাঁও থানায় ছয়জন, শেরেবাংলা নগর থানায় দু’জন, মোহাম্মদপুর থানায় ৪৬ জন, আদাবর থানায় ছয়জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একজন ও হাতিরঝিল থানায় চারজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার সাঁড়াশি অভিযানে তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ৬৫ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি, তদন্তাধীন মামলার আসামি, সাজাপ্রাপ্ত আসামি, মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চোর, সন্ত্রাসী, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযুক্তরা রয়েছেন।
তালেবুর রহমান আরও জানান, তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজানের সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) তত্ত্বাবধানে তেজগাঁও বিভাগের ছয়টি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- গ্রেপ্তার