রাজধানীতে ষষ্ঠ দিনের মতো ধর্ষণবিরোধী বিক্ষোভ

ছবি: ইউএনবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০৬:৫৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ | ০৭:০৫
সারা দেশে ধর্ষণ, যৌন হয়রানি ও সহিংসতার প্রতিবাদে শনিবার জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেছেন নারী অধিকার সংগঠনসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।
বিক্ষোভকারীরা ‘ধর্ষণকারীদের দায়মুক্তির’ নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষণকারীদের শাস্তির আওতায় আনার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান।
বিক্ষোভকারীদের হাতে ‘ধর্ষকদের রক্ষা করা বন্ধ করুন’, ‘মুক্তি চাই, রক্ষা নয়’ সহ বিভিন্ন শ্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এছাড়া, ধর্ষণ, যৌন হয়রানি ও নারীর প্রতি সহিংসতার ক্রমবর্ধমান ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
বিক্ষোভকারীদের মধ্যে সাধারণ মানুষ ও নারী অধিকার আন্দোলন সংগঠনের নেতা-কর্মীরা রয়েছেন।
সম্প্রতি সিলেট এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ শ্লীলতাহানি ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
- বিষয় :
- ধর্ষণ
- যৌন হয়রানি
- বিক্ষোভ