‘গার্লস রাইটস অ্যান্ড ইকুইটি মুভমেন্ট’ ক্যাম্পেইনের উদ্বোধন
তরুণীদের অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ১০:২৬
বৈষম্য, সহিংসতা, সুযোগের অভাব এবং অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দেশের বিভিন্ন স্থানের থেকে তরুণ-তরুণী। শনিবার আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে উপলক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত এক ভার্চুয়াল সমাবেশে তারা এই দাবি জানান।
প্ল্যান ইন্টারন্যাশনাল তরুণ-তরুণীদের দাবির প্রতি সম্মতি জানিয়ে আগামি দশ বছরে লিঙ্গ সমতা এবং মেয়েদর অধিকারের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ‘গার্লস রাইটস অ্যান্ড ইকুইটি মুভমেন্ট’ ক্যাম্পেইনের ঘোষণা করে।
ভার্চুয়াল আয়োজনে প্রধান অতিথি ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মহাপরিচালক মো. রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অরলা মরফি, বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্ড্রা বার্গ ভন লিনডে, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আবাসিক প্রতিনিধি আশা তর্কেলসন, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে এবং ইএসডিও এর নির্বাহী পরিচালক শহীদ উজ-জামান। সভা পরিচালনা করেন প্রতিষ্ঠানটির হেড অব ইনফ্লুয়েন্সিং কাশফিয়া ফিরোজ।
রাশিদুল ইসলাম বলেন, রাষ্ট্রের সকল পর্যায়ে লিঙ্গ সমতা নিশ্চিত করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করে যাচ্ছে সরকার। বালিকাদের প্রতি সামাজিক বৈষম্য এবং সহিংসতাকে মানব উন্নয়নের অন্যতম বাধা হিসেবে উল্লেখ করেন প্ল্যান ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর অরলা মরফি। বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেকজান্ড্রা বার্গ ভন লিনডে বলেন, আমরা যদি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই, অবশ্যই লিঙ্গ সমতা প্রতিষ্ঠা করতে হবে। জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আবাসিক প্রতিনিধি আশা তর্কেলসন বলেন, কন্যাশিশুর নির্ভীক কণ্ঠস্বরই পারে সমাজের অসঙ্গতি দূর করতে।
ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক কেদার লেলে বলেন, অর্থনীতির উন্নয়নের জন্যই নারী-পুরুষে ইকুইটি প্রয়োজন। সারা পৃথিবীতে ইউনিলিভারের জনশক্তির প্রায় অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ।
বান্দরবানের চ্যাম সিং ম্রো, ওয়াইএপি সদস্য ফারজানা আক্তার রিমু এবং সামিয়া খান প্রিয়া, নীলফামারীর শিরিন আখতার এশা এবং ভোলা ইউনিয়ন শিশু ফোরামের সাদিয়া আক্তারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিশু অধিকার কর্মীরা আলোচনায় অংশ নেন।
- বিষয় :
- প্ল্যান ইন্টারন্যাশনাল
- কন্যাশিশু