চকবাজারে আগুনে পুড়ল প্লাস্টিক কারখানা
টেলিভিশন থেকে নেওয়া ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ২২:০৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ২২:১১
রাজধানীর চকবাজারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোররাতে চকবাজারের উর্দু রোডে ‘নোয়াখালী বিল্ডিং’ নামের ওই চারতলা ভবনের এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণও জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে ৪টার দিকে ‘নোয়াখালী বিল্ডিং’ নামের চারতলা ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
- বিষয় :
- চকবাজার