ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

এবার অটো পাস চেয়ে প্রেস ক্লাবে এসএসসি পরীক্ষার্থীরা

এবার অটো পাস চেয়ে প্রেস ক্লাবে এসএসসি পরীক্ষার্থীরা

প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২১ | ০৮:০৩

গতবারের (২০২০ সালের) এইচএসসি পরীক্ষার্থীদের মত অটো পাস দিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এ বছরের (২০২১সালের) এসএসসি পরীক্ষার্থীরাও।

পরীক্ষার্থীদের একটি অংশ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এ দাবি জানান। তারা ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সরাসরি না নিয়ে মূল্যায়ন পদ্ধতিতে নেওয়ার দাবি জানান।

সরকারকে সময়সীমা বেধে দিয়ে আগামী ফেব্রুয়ারির মধ্যে অটো পাসের সিদ্ধান্ত দেওয়ার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

আয়োজকেরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে '২০২১ এসএসসি বাতিল চাই' গ্রুপে দেশের বিভিন্ন স্কুলের এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা যুক্ত হয়। সেখান থেকেই পরীক্ষার্থীদের সিদ্ধান্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ১৮ বছরের নিচে কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না। তারা সবাই ১৮ বছরের নিচে। পরীক্ষার আগে করোনাভাইরাসে সংক্রমিত হলে পরীক্ষা দিতে পারবে না। জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে যাবে তাদের।

শিক্ষার্থীরা আরও বলেন, স্কুল কার্যক্রম প্রায় ১১ মাস বন্ধ। শিক্ষামন্ত্রী বলেছেন, তিন মাস ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা জুনে হলে জুলাই ও আগস্ট মাস চলে যাবে ফলাফল প্রকাশ করতে। সেপ্টেম্বর ও অক্টোবর চলে যাবে কলেজে ভর্তি হতে হতে। এতে সেশনজট সৃষ্টি হবে।

বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজের শিক্ষার্থী রায়হান উৎস বলেন, 'প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন, পূর্ববর্তী পারফরম্যান্স অর্থাৎ প্রাথমিক ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ওপর ভিত্তি করে যেন আমাদের মূল্যায়ন করা হয়।'


আরও পড়ুন

×