ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে স্বামীকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

যাত্রাবাড়ীতে বাসায় ঢুকে স্বামীকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৪৬

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড় এলাকার একটি বাসায় ঢুকে মো. রাজীব (৩০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সোমা আক্তার মরিয়ম। সোমবার রাতে ওই ঘটনা ঘটে। নিহত রাজীব ওই এলাকায় ভাঙ্গাড়ি মালামালের ব্যবসা করতেন। পাশাপাশি তিনি টাইলসের মিস্ত্রি হিসেবেও কাজ করতেন।

পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জেরে ওই হতাহতের ঘটনা ঘটেছে। রাজীবের ভায়রা ইজাজুল ওরফে ইজাসহ তিনজন ঘটনায় জড়িত।

রাজীব স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কাজলার পাড় নতুন কাঠ মসজিদ এলাকার একটি টিনশেড বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেন রাজীবের শাশুড়ি সেলিনা বেগমও। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে ইজাজুল, তার ভাই মোস্তাফুল এবং অপর এক যুবক বাসায় প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা রাজীবকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ওই সময়ে মরিয়ম তাদের বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। তিনি আতঙ্কে শিশু নাতি ও নাতনীকে নিয়ে বাসার বাইরে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দেন। তখন হামলাকারীরা পালিয়ে যায়।

কেনো রাজীবের ওপর হামলা চালানো হয়েছে জানতে চাইলে তিনি স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মরিয়ম বলছেন, দেড় বছর আগে তার বোনের স্বামী ইজাজুলের কাছ থেকে তিনি ২০ হাজার টাকা ধার নেন। কয়েক কিস্তিতে তিনি সেই টাকা ফেরতও দেন। কিন্তু বিভিন্ন সময়ে টাকা দাবি করে আসছিল সে। এ নিয়ে তার স্বামীর সঙ্গে ইজাজুলের ঝামেলা হয়। ওই ঘটনার জেরেই তাদের ওপর হামলা হয়েছে বলে ধারণা করছেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানান, তারা প্রাথমিকভাবে জেনেছেন দেনা-পাওয়ানা নিয়ে ঝামেলারয় পূর্ব শত্রুতার জেরে ওই হত্যাকাণ্ড হয়েছে। রাজীবের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তার আহত স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকদের বরাতে জানান, চিকিৎসাধীন মরিয়ম শঙ্কামুক্ত। তার কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন

×