ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

ভুয়া নিয়োগপত্র দিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

ভুয়া নিয়োগপত্র দিয়ে ২১ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১ | ০৮:২৭

পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ভুয়া নিয়োগপত্র দিয়ে ২১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ইয়াসিন বাপ্পি (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার সকালে রাজধানীর বংশাল থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে।

সিআইডি জানিয়েছে, ইয়াসিন বাপ্পি প্রতারক চক্রের একজন সদস্য। বিভিন্ন পদে চাকরির ভুয়া নিয়োগপত্র দেখিয়ে টাকা আত্মসাৎ করা তার পেশা। বংশাল থানার সিটি কলোনির বাসিন্দা পাবেল দাসকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি দেওয়ার কথা বলে চার লাখ ২৫ হাজার টাকা নেয় সে। তাকে একটি নিয়োগপত্রও দেওয়া হয়। পরে সিটি করপোরেশনে যোগ দিতে গিয়ে তিনি জানতে পারেন, নিয়োগপত্রটি ভুয়া। তার মতো আরও চারজনকে একই পদের জন্য নিয়োগপত্র দিয়ে চার লাখ ২৫ হাজার টাকা করে নিয়ে মোট ২১ লাখ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সে। 

এ ঘটনায় বংশাল থানায় বাপ্পির বিরুদ্ধে মামলা করেন পাবেল। ওই মামলায় সিআইডি তাকে গ্রেপ্তার করে।


আরও পড়ুন

×