ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২১ | ১১:৫৪

রাজধানীর খিলক্ষেতের তিনশ’ ফুট সড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। তার নাম শিহাব (২২)।

শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শিহাব ও তার তিন সহকর্মী অটোরিকশায় করে যাচ্ছিলেন। পথে স্থানীয় পুলিশ ফাঁড়ির পাশে অপর দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তারা ছিটকে পড়েন। এতে গুরুতর আহত শিহাবকে উদ্ধার করে প্রথমে আসিয়ান সিটি হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সহকর্মী নাঈম জানান, তিনিও ওই রিকশায় ছিলেন। তবে তার বা অন্য যাত্রীদের তেমন আঘাত লাগেনি। শিহাবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। তিনি ঢাকার কাউলা নামাপাড়া এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দুর্ঘটনায় দায়ী ট্রাকটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×