মশক নিধন: ডিএনসিসির ১০ দিনব্যাপী চিরুনি অভিযান শুরু

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২১ | ২১:২৩
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী এডিস মশা থেকে নগরবাসীকে রক্ষা করতে ১০ দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার মোহাম্মদপুরের ইকবাল রোডে মেয়র আতিকুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে মেয়র বলেন, করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কারও মৃত্যু না হয়, সেজন্যই ডিএনসিসির সব ওয়ার্ডে একযোগে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এডিস মশা প্রতিরোধে সবাকে সতর্ক থাকতে হবে। নিজেদের বাসাবাড়ির ফুলের টব, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে।
আতিকুল ইসলাম বলেন, নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সবার। নিজ নিজ অবস্থানে থেকে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
পরে তিনি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং বেশ কয়েকটি বাসাবাড়ি পরিদর্শন করেন। যেসব বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায় সেগুলোতে স্টিকার লাগিয়ে দেন। মেয়র বলেন, কোনো বাসায় এডিসের লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায়সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, অভিনেতা ফেরদৌস, অভিনেত্রী তানভীন সুইটি প্রমুখ উপস্থিত ছিলেন।
অভিনেতা অনন্ত জলিলের প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারকে কারাদণ্ড: এদিকে চিরুনি অভিযানের প্রথম দিনে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ ও লার্ভা পাওয়ায় ১৫ ভবন এবং প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
ইকবাল রোডে অভিযান চালিয়ে ডেভেলপার প্রতিষ্ঠান ডোম-ইনোকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই এলাকায় অভিনেতা অনন্ত জলিলের নির্মাণ প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ১৪টি ভবন ও প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেনের নেতৃত্বে অভিযান চলে।