অসহায়দের ঈদ সামগ্রী দিল পুনাক

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৯:৩২ | আপডেট: ১৯ জুলাই ২০২১ | ০৯:৫০
ঈদুল আযহা উপলক্ষে রাজধানীর দরিদ্র-ক্ষুধার্ত মানুষের হাতে ঈদ সামগ্রী তুলে দিল বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
সোমবার সকালে রাজারবাগের পুলিশ অডিটরিয়ামে দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় নতুন কাপড়, ঈদ সামগ্রী, রান্না করা গরুর মাংস ও প্যাকেট করা খাবার দেওয়া হয়।ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, সেমাই, গুঁড়ো দুধ ও তেল।
করোনাকালে সরকারি বিধিনিষেধের কারণে অনেক প্রান্তিক মানুষ অসহায় হয়ে পড়েছেন। পুনাক সভানেত্রী জীশান মীর্জার উদ্যোগে তাদের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি।
গত ৪ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দুস্থদের খাবার বিতরণ শুরু করেন পুনাক সদস্যরা। নিজেদের বাসায় রান্না করা খাবার বিতরণ করছেন তারা।
- বিষয় :
- ঈদুল আযহা
- ঈদ সামগ্রী
- পুনাক