ঢাকার ভেতরে ফাঁকা, বের হওয়ার মুখে যানজট

ঈদের ছুটিতে ঢাকার রাস্তাগুলোতে গাড়ির সংখ্যা একদম কম। বুধবার সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে তোলা ছবি-আব্দুর রাজ্জাক সরকার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ২৩:৪৫ | আপডেট: ২০ জুলাই ২০২১ | ০১:১২
করোনাভাইরাস মহামারীর মধ্যে উদযাপিত হতে যাচ্ছে আরেকটি ঈদ। ঈদুল আজহা উপলক্ষে ব্যস্ত ঢাকা এখন অনেকটাই ফাঁকা।
আগামীকাল বুধবার ঈদ। এর আগেই আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন রাস্তা ফাঁকা হয়ে গেছে। নেই চিরচেনা যানজট।
তবে ঢাকা থেকে বের হওয়ার পথে গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও আবদুল্লাহপুরে যানবাহনের প্রচণ্ড চাপ। কমলাপুর রেলস্টেশনসহ বিভিন্ন স্থান ও বাসস্টেশনে ঘরমুখী মানুষের ভিড়ও অনেক।
সমকালের টঙ্গী প্রতিনিধি জানিয়েছেন, বুধবার ভোর থেকে আবদুল্লাহপুর ও টঙ্গী এলাকায় থেমে থেমে গাড়ি যাচ্ছি। একজায়গায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে গাড়িগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষরা।
শুধু দূরপাল্লার গাড়ি নয়, প্রাইভেটকার, পিকআপ-ট্রাক ও ছোট যানবাহনেও বাড়ির পথে রওনা হয়েছেনে অনেকে। এমনকি ট্রাকে দাঁড়িয়েও বাড়ি যাচ্ছেন মানুষরা।
তবে ঢাকার ভেতরে মানুষের চলাচল একেবারেই কম। রাস্তায় গাড়ি চলছে সীমিত।
বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় সড়কে কমে গেছে যানবাহনের চাপ। যানজটের ভোগান্তি ছাড়াই বের হতে পারছেন মানুষ।
- বিষয় :
- করোনাভাইরাস
- ঢাকা
- ফাঁকা