ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

সড়কে গাড়ি কম, উদাসীনতা স্বাস্থ্যবিধিতে

সড়কে গাড়ি কম, উদাসীনতা স্বাস্থ্যবিধিতে

সড়কে গাড়ি নেই; ভ্যানেই গন্তব্যে যাচ্ছে মানুষ। শুক্রবার বাংলামোটর থেকে তোলা ছবি- ফোকাস বাংলা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১ | ০২:২৬

করোনা পরিস্থিতিতে আরোপ করা বিধিনিষেধ ও সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ অনেকটাই কম। তবে মানুষের মধ্যে সাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা উদাসীনতা এসেছে।

এদিন সকাল থেকে নগরীতে ব্যক্তিগত গাড়ি ও রিকশার মতো যানবাহন থাকলেও পণ্যবাহী বা অন্য যাত্রীবাহী যানবহান কম দেখা গেছে। আগের মতোই অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। মোড়ে মোড়ে র্যা ব-পুলিশের টহল অব্যাহত আছে। চেকপোস্টে চলছে তল্লাশি।

সকাল থেকে দুপুর পর্যন্ত শাহবাগ, মগবাজার, মতিঝিল, ফার্মগেট ও মোহাম্মদপুর এলাকা ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

বিভিন্ন এলাকায় প্রধান সড়কে তেমন একটা মানুষের ভিড় না থাকলেও গলিতে গলিতে জটলা দেখা গেছে। নিত্যপণ্য কিনতে বাইরে এসেছে কেউ কেউ। অনেকে আবার কারণ ছাড়াই ঘুরছ্নে।

সরকারি আদেশ অমান্য করায় বেশ কিছু গাড়িকে জরিমানা করার কথা জানিয়েছেন সড়কে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তারা।

গত বছরের মার্চে দেশে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। এরপর দেশজুড়ে কয়েক দফা লকডাউন ঘোষণা করে সরকার। চলতি বছরেও দেওয়া হয় কয়েক দফা লকডাউন।

সর্বশেষ ১ থেকে জুলাই ১৪ জুলাই পর্যন্ত বিধিনিষেধ ছিল। পবিত্র ঈদুল আজহার কারণে আট দিন শিথিল করে পরে ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়ে। এরপর ১০ আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধের সময় বাড়ানো হয়।




আরও পড়ুন

×