বনানীর ভবনের আগুন নিয়ন্ত্রণে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০১:৪২
রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকার ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের টেলিফোন অপারেটর জিয়াউর রহমান সমকালকে জানান, শনিবার বেলা ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে চেয়ারম্যান বাড়ি এলাকার ছয় তলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান তারা। আগুন নেভাতে ঘটনাস্থলে ১৪ টি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
ছয়তলা ওই ভবনে আনন্দ টিভির কার্যালয় রয়েছে। ভবনটির নিচতলায় ক্রেস্ট নির্মাতা প্রতিষ্ঠান এমিকনের কার্যালয়।
ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচারে থাকা একটি বেসরকারি চ্যানেলকে ওই ভবনের একজন কর্মী বলেছেন, ভবনের তৃতীয় তলায় কেমিকেলের গোডাউন রয়েছে। তার ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।
অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে কোনো কর্মী কর্মরত ছিলেন কি না বা কেউ হতাহত হয়েছেন কি না, তা নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।
এসময় বিমানবন্দর সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টরা। মহাখালী থেকে বনানীগামী সড়কের এক পাশ বন্ধ থাকায় দেখা দিয়েছে তীব্র যানজট।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকার এমিকনের গোডাউনে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) জিল্লুর রহমান।