বঙ্গবন্ধু হত্যার মদদদাতা জিয়া-মোশতাক: শিল্প প্রতিমন্ত্রী

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ১০:৩৬
জিয়াউর রহমান ও খন্দকার মোশতাককে বঙ্গবন্ধু হত্যার মদদদাতা উল্লেখ করে এ ঘটনার পেছনের কুশীলবদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানিয়েছেন শিল্পপ্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শনিবার বিকেলে রাজধানীর মিরপুর ১৩ নম্বর ওয়ার্ডের ২৭ নম্বর ইউনিট আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণসভায় এ দাবি জানান তিনি। দিবসটি উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণও করেন শিল্প প্রতিমন্ত্রী।
কামাল আহমেদ মজুমদার বলেন, ২১ আগস্ট বেগম খালেদা জিয়ার নির্দেশেই তার পুত্র তারেক রহমান গ্রেনেড হামলা করে হত্যাকাণ্ড চালিয়েছিল। তারা হত্যার রাজনীতি করে। হত্যার রাজনীতি করে বলেই জনগণ বারবার তাদের প্রত্যাখাত করেছে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষ নেতৃত্ব গুণাবলীতে করোনা মহামারি সংকটেও তিনি দেশের অর্থনৈতিক চাকা চলমান রেখেছেন।
শেখ হাসিনার দিক নির্দেশনায় দেশের প্রতিটি খাত এই মহাসঙ্কটের সময় এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী।
আলোচনা সভা শেষে তিনি গরীব অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাজমুল আলম ভূইয়া জুয়েল, সদস্য হিমাংশু কিশোর দত্ত, ২৭ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন।
- বিষয় :
- মদদদাতা
- ট্রাইব্যুনাল গঠন