ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

শহীদ মিনারের পাশে মিলল নবজাতকের মরদেহ

শহীদ মিনারের পাশে মিলল নবজাতকের মরদেহ

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০১:৫০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০১:৫০

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের উত্তর পাশ একটি ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম বলেন, একটি কাপড়ের ব্যাগে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেয়। পরে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন হবে। কে বা কারা এ ব্যাগ শহীদ মিনার এলাকায় রেখে গেছে, তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

whatsapp follow image

আরও পড়ুন

×