ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সেমিনারে বিশিষ্টজন

বঙ্গবন্ধু ছিলেন বাঙালির পরম বিশ্বাসযোগ্য শক্তি

বঙ্গবন্ধু ছিলেন বাঙালির পরম বিশ্বাসযোগ্য শক্তি

আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানি ঔপনিবেশিক শাসনামলে একটি সোজা রাস্তা ধরে এগিয়ে গেছেন।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৮:৫৪ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৮:৫৪

রাজধানীতে এক সেমিনারে বিশিষ্টজন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশেষত্ব হলো তিনি সময়োচিত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিচক্ষণতার অধিকারী ছিলেন। ন্যায্য দাবি আদায়ের জন্য যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সাহস ছিল তার। বঙ্গবন্ধু তৎকালীন সাড়ে সাত কোটি মানুষের পরম বিশ্বাসযোগ্য শক্তি ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে 'বঙ্গবন্ধু : বিকল্পহীন অদ্বিতীয় নেতা' শীর্ষক এ সেমিনারের আয়োজন করে জাদুঘরের জনশিক্ষা বিভাগ।

এতে বক্তৃতায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাঙালি জাতি সর্বপ্রথম স্বায়ত্তশাসন অর্জন করেছে। বিভিন্ন সময় মগ, মুঘল ও ইংরেজরা এ দেশ শাসন করেছে। ১৯৪৭ সালের পর পাকিস্তান শাসন করেছে। আজ থেকে ৫১ বছর আগেও কোনো বাঙালি শাসক এ দেশকে শাসন করেননি। বঙ্গবন্ধুর নেতৃত্বেই মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকার থেকে শুরু হয়ে স্বাধীন হওয়ার পর এ পর্যন্ত বাঙালিরাই এ দেশকে শাসন করছে। বাংলার মানুষের স্বাধীনতা এসেছিল শুধু জাতির পিতার নেতৃত্বে। এটি হচ্ছে বঙ্গবন্ধুর অদ্বিতীয় নেতা হওয়ার প্রমাণ।

জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এবং মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ আবুল মোমেন।

মূল প্রবন্ধে তিনি বলেন, জনগণের প্রতি অগাধ দায়বদ্ধতা ছিল বঙ্গবন্ধুর। হাজার বছরের ইতিহাসে এর আগে বাঙালি এভাবে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে একটি জাতি হিসেবে আত্মপ্রকাশ করেনি। জাতি গঠনের এই প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার কারণেই বঙ্গবন্ধু জাতির পিতা।

আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু পাকিস্তানি ঔপনিবেশিক শাসনামলে একটি সোজা রাস্তা ধরে এগিয়ে গেছেন। সমকালীন অন্যান্য জাতীয় নেতা যারা ছিলেন তাদের পথটা ছিল আঁকাবাঁকা। তারা নিজেদের স্বার্থে আপস করেছিলেন।


আরও পড়ুন

×