ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে ৪ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২২:৩৩ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ২২:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিভিল অ্যাভিয়েশনের পরিচ্ছনতাকর্মীর কাছ থেকে আনুমামিনক ৪ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে স্বর্ণবার উদ্ধারের পর তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার মুহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, সোয়া ৯টার দিকে বিমানবন্দরের ল্যান্ডিং স্টেশনে সুরুজ্জামান নামের এক পরিচ্ছিনতাকর্মীকে আটক করা হয়েছে। তার কাছে ৩৬ পিস স্বর্ণের বার মিলেছে। এর ওজন চার কেজি।

তিনি আরও জানান, জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় চার কোটি টাকা। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। ঢাকা কমিশনার ফাইজুর রহমানের নির্দেশনায় আমার টিম অভিযান চালিয়েছে।


আরও পড়ুন

×