শাহবাগে কলেজছাত্রীকে শ্লীলতাহানি, যুবক আটক

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০১:৫৪ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০১:৫৪
রাজধানীর শাহবাগে কলেজছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছে জনতা। শনিবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই যুবকের নাম সাদ্দাম হোসেন। তিনি ভবঘুরে বলে জানা যায়।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগী ওই ছাত্রী একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। বেলা ১১টার দিকে তিনি শাহবাগ মোড়ের একটি ফুলের দোকানের সামনে দিয়ে হেঁটে টিএসসির দিকে যাচ্ছিলেন।
এ সময় সাদ্দাম নামের ওই যুবক পেছন থেকে এসে কলেজছাত্রীকে জাপটে ধরেন। পরে ওই ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে সাদ্দামকে আটক করে। পরে সাদ্দামকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
- বিষয় :
- শ্লীলতাহানি
- ঢাকা