ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

যাত্রাবাড়ীতে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

যাত্রাবাড়ীতে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৮:১৮ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ০৮:১৮

ভোজ্যতেলের মজুতদারদের বিরুদ্ধে জোরেসোরে মাঠে নেমেছে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার রাজধানীর যাত্রাবাড়ির সৈয়দ ফারুক রোডে অভিযান চালিয়ে ভোজ্যতেলের পাইকারি ব্যবসায়ী মেসার্স আবুল খায়ের ট্রেডার্স থেকে ১২ হাজার খোলা সয়াবিন তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করে জব্দ করা তেলের বিষয়ে করণীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি অনুবিভাগের উপসবিচ মো. আবুল কালাম আজাদ সমকালকে বলেন, শুক্রবার ভোজ্যতেলের খুচরা বাজার পর্যবেক্ষণের সূত্র ধরে এই অভিযান পরিচালনা করা হয়।

গত এক বছরে কয়েক দফায় দাম বেড়েছে তেলের। সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি ভোজ্যতেল পরিশোধনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিনের লিটার ১৬৮ টাকা, খোলা সয়াবিনের লিটার ১৪৩ এবং পাম তেলের লিটার ১৩৩ টাকা নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। কিন্তু সম্প্রতি বিশ্ববাজারে দাম বেড়েছে এমন অজুহাতে আবারও প্রতি লিটার তেলে ১২ টাকা দাম বাড়ানোর দাবি জানায় ভোজ্যতেল আমদানিকারক ও পরিশোধনকারীরা। গত ১ মার্চ থেকে দাম বাড়াতে চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন তারা। কিন্তু তাতে সায় দেননি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন রমজানের আগে তেলের দাম বাড়ানো যাবে না। তবে মন্ত্রীর এই নির্দেশের পর সয়াবিন তেলের বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। একদিনের মধ্যেই খোলা সয়াবিন ও পাম তেল বাজার থেকে উদাও হয়ে গেছে। গত দুই তিন দিন ধরে বোতলজাত তেলের পরিমাণও কমে গেছে বাজারে।

এমন প্রেক্ষাপটে বাজারে কারা তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করছে সেই বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় তদারকিতে নেমেছে। যেখানে মজুত পাওয়া যাবে কিংবা ক্রেতার কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া হবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে বলে হুঁমিয়ারি দেওয়া হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার গত তিন মাসের ভোলজ্যতেলের আমদানি,বিপণন ও মজুতের তথ্য চেয়ে তেল পরিশোধনকারী কোম্পানিগুলোকে চিঠি দিয়েছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানের বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ওই ব্যবসায়ী (আবুল খায়ের ট্রেডার্স) পাইকারি পর্যায়ে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি করছেন ১৭৩ টাকা দরে যা নির্ধারিত দরের চেয়ে ৩০ টাকা বেশি। এছাড়া তিনি তেল বিক্রি করে কাউকে রশিদ প্রদান করছেন না। কত দামে পরিশোধনকারীদের কাছ থেকে তেল কিনেছেন সেই রশিদও দেখাতে পারেননি। নিয়ম অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা টানানোর কথা থাকলেও তার প্রতিষ্ঠানে তা পাওয়া যায়নি। এসব অপরাধে তাকে জরিমানা এবং তেল জব্দ করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। 

এদিকে শনিবার রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় এক লিটার বোতলজাত সয়াবিন ১৭৫ থেকে ১৮০ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৮০০ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।


আরও পড়ুন

×