বাসাবোতে ট্রাকচাপায় প্রাণ গেল ছোট্ট সাজ্জাদের

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ১০:৫৩ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:৫৩
স্কুল থেকে বাসায় ফিরে শখের বাইসাইকেল নিয়ে বের হয়েছিল ৯ বছর বয়সী সাজ্জাদ হোসেন। বাসার অদূরে রাস্তায় সাইকেল চালানোর সময়ে মাটি টানার ট্রাক (ড্রাম ট্রাক) উঠিয়ে দেওয়া হয় তার ওপর। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ যায় ছোট্ট সাজ্জাদের। শখের সাইকেলও দুমড়েমুচড়ে যায়। শনিবার দুপুরে মধ্য বাসাবো এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সাজ্জাদ হোসেন স্থানীয় একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। এর চালক মোশারফ হোসেনকেও আটক করা হয়েছে।
সাজ্জাদের বাবাও গাড়িচালক। ছেলে হারিয়ে তিনি কাঁদতে কাঁদতে ঘটনার বিবরণ দেন। তিনি জানান, সাজ্জাদ দুপুর ১২টার দিকে সাইকেল নিয়ে উত্তর বাসাবোর বাসা থেকে বের হয়। সে বন্ধুদের সঙ্গে সাইকেল চালাচ্ছিল। ওই সময়ে মাটি টানার একটি ট্রাক ছেলের ওপর উঠিয়ে দেওয়া হয়। চাকার নিচে সাইকেলসহ সাজ্জাদকে পিষ্ট করে ট্রাকচালক পালানোরও চেষ্টা করে। তখন আশপাশের লোকজন সেটিকে দৌঁড়ে ধরে ফেলে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদের রক্তাক্ত দেহ পান।
সবুজবাগ থানার এসআই মো. মনিরুজ্জামান বলেন, সাজ্জাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মামলা করার প্রক্রিয়া চলছে।
স্বজনরা জানান, সাজ্জাদের বাড়ি নেত্রকোনার আটপাড়ায়। বাবা, মা ও ভাইদের সঙ্গে উত্তর বাসাবো এলাকায় ভাড়া থাকত সে। চার ভাইয়ের মধ্যে সে তৃতীয় ছিল।