- কার্টুন
- বিশ্বকাপে মডরিচের ফেভারিট মেসির আর্জেন্টিনা
বিশ্বকাপে মডরিচের ফেভারিট মেসির আর্জেন্টিনা

রাশিয়া বিশ্বকাপের আর্জেন্টিনা আর এই আর্জেন্টিনার মধ্যে আকাশ-পাতাল তফাত দেখছেন লুকা মডরিচ। যদিও ২০১৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে বাজেভাবে হেরেছিল আকাশি-সাদারা। তবু এবার কাতারের মঞ্চে আর্জেন্টিনাকে ফেভারিট মানছেন ক্রোয়াট দলনেতা। সম্প্রতি খেলাধুলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনকে সাক্ষাৎকারে এমনটা জানান মডরিচ।
ক্রোয়েশিয়ার এই অধিনায়কের মতে, 'গত বিশ্বকাপে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছিলাম এবং তাদের হারিয়েছিলাম। কিন্তু আমার মনে হলো, এখনকার দলটা পুরো ভিন্ন। দারুণ একটা বোঝাপড়া তাদের মধ্যে, যা কিনা গত কয়েক বছর থেকে বেশি শক্তিশালী করেছে তাদের। তারা মেসির নেতৃত্বে দুর্দান্ত দল গড়েছে। তারা এখন অনেক বেশি একতাবদ্ধ। সেজন্য হারও কমে এসেছে তাদের। মেসিকে নিয়ে তারা এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল।'
১৯৭৮ ও '৮৬-এর পর আর সোনালি ট্রফির দেখা পায়নি আর্জেন্টিনা। বিশ্বকাপ দূরে থাক, ২৮ বছর ধরে কোনো ট্রফিই জিততে পারেনি তারা। শেষ পর্যন্ত ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর ইতালিকে হারিয়ে ফিনালিসিমা। পরপর দুই ট্রফি জিতে দারুণ উজ্জীবিত মেসিরা।
এখন টার্গেট বিশ্বকাপে ভালো কিছু করা। ২১ নভেম্বর কাতারে শুরু হবে এই মহারণ। দেশটির পাঁচ শহরের আট ভেন্যুতে গড়াবে ম্যাচগুলো। ১৮ ডিসেম্বর শিরোপা ফয়সালার মধ্যে দিয়ে পর্দা নামবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। এবার গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আর্জেন্টিনা। এরপর ২৬ নভেম্বর তাদের প্রতিপক্ষ মেক্সিকো। ৩০ নভেম্বর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা।
মন্তব্য করুন