- কার্টুন
- অটোরিকশা আটক করায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১
অটোরিকশা আটক করায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

সাভারের একটি শাখা সড়ক থেকে অটোরিকশা আটক করে নিয়ে আসার সময় চালকদের হামলায় আহত হয়েছেন এক পুলিশ সদস্য। পরে এ হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে রফিকুল ইসলাম (২৩) নামে এক অটোরিকশাচালককে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাবাড়ি চৌধুরী মার্কেট এলাকায় এ হামলা হয়। আহত মো. সোহেল রানা (২৭) সাভার হাইওয়ে থানার কনস্টেবল।
পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী অটোরিকশা আটক করতে সকালে অভিযান শুরু করে হাইওয়ে পুলিশ। সকাল সাড়ে ১০টার দিকে সাভার পৌর এলাকার গেন্ডা বাজারে যান সাভার হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানা, রোজদার ও রেকারচালক মাজেদুল। পাশের শাখা সড়ক থেকে একটি অটোরিকশা আটক নিয়ে সোহেল রানার সঙ্গে চালকদের তর্কাতর্কি হয়। তিনি রিকশাটি নিয়ে আসার সময় চালকরা এক জোট হয়ে হামলা করেন। এ সময় সোহেল রানাকে ঘিরে মারধর শুরু করেন তাঁরা।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থল থেকে সোহেল রানাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে অটোরিকশাচালক রফিকুল ইসলামকে আটক করা হয়।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক মো. আজিজুল হক বলেন, সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে সার্জেন্ট আনিসুর রহমান শুভ বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। এতে রফিকুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মন্তব্য করুন