- চাকরি
- ক্যারিয়ার্সহাবের ‘সিএইচআরএমপি’ কোর্স
ক্যারিয়ার্সহাবের ‘সিএইচআরএমপি’ কোর্স

ক্যারিয়ার্সহাব বাংলাদেশ প্রথম বারের মতো বাংলাদেশে নিয়ে এলো এই আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পারদর্শিতা ভিত্তিক সনদ।
সম্প্রতি রাজধানীর বনানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ক্যারিয়ার্সহাব বাংলাদেশের প্রধান হেমী হোসাইন। আরও উপস্থিত ছিলেন দেশের এইচআরদের শীর্ষ সংগঠন বিএসএইচআরএম এর জেনারেল সেক্রেটারি মো. নজরুল ইসলাম,বোল্ড প্রেসিডেন্ট কাজী এম
আহমেদসহ আরও উপস্থিত ছিলেন মানবসম্পদ এবং অন্যান্য বিভাগের সম্মানিত কর্মকর্তাগণ।
এ সময় সকল অতিথি সিএইচআরএমপি কোর্সটি নিয়ে প্রশংসা করেন। এবং এতে ভর্তি হতে দেশের এইচআরে কর্মরত কিংবা কাজ করতে আগ্রহী সবাইকে আহবন করেন।
মন্তব্য করুন