ঢাকাসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদে প্রায় দেড় হাজার জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা কর্তৃপক্ষ (বেবিচক)।

কর্মকর্তারা জানান, চলমান করোনামহামারির মধ্যে এ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। অচিরেই এ ব্যপারে বেবিচক থেকে একটি সার্কুলার জারি করা হবে।

এ ব্যপারে মঙ্গলবার বেবিচকের সদস্য প্রশাসন মো. মিজানুর রহমান জানান, ঢাকাসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন পদে প্রায় দেড় হাজার (১ হাজার ৪৫০ জন) জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে অচিরেই বেবিচক থেকে একটি নিয়োগ সার্কুলার জারি করা হচ্ছে।

তিনি আরও বলেন, বিভিন্ন পদের মধ্যে চতুর্থ থেকে ২০তম গেডের পদ রয়েছে।