- চাকরি
- ১ হাজার ৪৫০ জনকে নিয়োগ দিবে বেবিচক
১ হাজার ৪৫০ জনকে নিয়োগ দিবে বেবিচক

ঢাকাসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মানবৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদে
প্রায় দেড় হাজার জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান
চলাচল নিয়ন্ত্রক সংস্থা কর্তৃপক্ষ (বেবিচক)।
কর্মকর্তারা জানান, চলমান করোনামহামারির মধ্যে এ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়। অচিরেই এ ব্যপারে বেবিচক থেকে একটি সার্কুলার জারি করা হবে।
এ ব্যপারে মঙ্গলবার বেবিচকের সদস্য প্রশাসন মো. মিজানুর রহমান জানান, ঢাকাসহ দেশের বিমানবন্দরগুলোতে যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন পদে প্রায় দেড় হাজার (১ হাজার ৪৫০ জন) জনবল নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে অচিরেই বেবিচক থেকে একটি নিয়োগ সার্কুলার জারি করা হচ্ছে।
তিনি আরও
বলেন, বিভিন্ন পদের মধ্যে চতুর্থ থেকে ২০তম গেডের পদ রয়েছে।
মন্তব্য করুন