সহকারী স্টেশন মাস্টার পদে মোট ২৩৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে।

সম্প্রতি রেলওয়ের মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে বলা হয়েছে, সহকারী স্টেশন মাষ্টার পদে ২৩৫ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর বয়স হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

আবেদনকারীর যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। ঝালকাঠি ছাড়া সব জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদনের বয়স সর্বোচ্চ ৩২ বছর। আগামী ৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে http://br.teletalk.com.bd- এই ঠিকানায়।