- চাকরি
- ১৪২ জনকে নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো
১৪২ জনকে নিয়োগ দেবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পে ৬৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালুর লক্ষে জনবল নিয়োগ দেওয়া হবে।
সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে দুই পদে মোট ১৪২ জনকে নেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুাযায়ী, সকল জেলার প্রার্থী আবেদনের সুযোগ পাবেন।আগামী ২০ অক্টোবরের মধ্যে আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি প্রতিষ্ঠানের ঠিকানায় পৌঁছে দিতে হবে।
ড্রাইভিং ইন্সট্রাক্টর (ব্যবহারিক) পদে নেওয়া হবে ১০৬ জন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাশ এবং বিআরটিএ’র ইন্সট্রাক্টর লাইসেন্সধারী হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। বেতন ৪০ হাজার টাকা।
ড্রাইভিং ইন্সট্রাক্টর (ত্বাত্তিক) পদে নেওয়া হবে ৩৬ জন।শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন অটোমোবাইল/মেকানিক্যাল পাশ। বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। বেতন: ৪০ হাজার টাকা।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রকল্প পরিচালক ‘দেশ-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান’ শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২ (৮ম তলা), কাকরাইল, ঢাকা-১০০০।
মন্তব্য করুন