- চাকরি
- আগের নিয়মে নিয়োগের দাবি গ্রন্থাগার চাকরিপ্রত্যাশীদের
আগের নিয়মে নিয়োগের দাবি গ্রন্থাগার চাকরিপ্রত্যাশীদের

গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদের নাম পরিবর্তন করা হলও এ আদেশের আগে প্রক্রিয়াধীন নিয়োগগুলো আগের নীতিমালা অনুযায়ী সম্পন্ন করার দাবি জানিয়েছেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানবিষয়ক চাকরিপ্রত্যাশীরা।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবি আদায়ের লক্ষ্যে গণ-অবস্থান কর্মসূচি পালন করে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদ।
সংগঠনের সভাপতি খান সাইফুল ইসলাম বলেন, গত বছরের ২৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে গ্রন্থাগারিক ও সহকারী গ্রন্থাগারিক পদ দুটি পরিবর্তন করে (গ্রন্থাগার প্রভাষক ও সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) এনটিআরসিএকে নিয়োগের সুপারিশ করে একটি অফিস আদেশ জারি করা হয়। এর আগে ওই বছরের ১৮ জুলাই পদ দুটিকে শিক্ষক পদমর্যাদা দিয়ে অফিস আদেশ জারি করা হয়।
সাইফুল ইসলাম বলেন, ‘এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। তবে এই পদে চাকরির জন্য যারা স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসায় আবেদন করে নিয়োগের আশায় দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন, তাদের নিয়োগ পরীক্ষা হচ্ছে না। অনেকের চাকরির নির্ধারিত বয়স পার হওয়ার পথে। তাই আমাদের দাবি, অফিস আদেশ জারির আগে প্রক্রিয়াধীন নিয়োগ পরীক্ষা আগের নীতিমালা অনুযায়ী সম্পন্ন করতে হবে।’
গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান চাকরিপ্রত্যাশী ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় গণ-অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ওলিউর রহমান, সংগঠনের নেতা অচিন্ত সরকার, অপূর্ব অপু প্রমুখ।
মন্তব্য করুন