পিরোজপুরে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পাঁচ পরীক্ষার্থীসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে সদর থানায় মামলা হয়েছে। শুক্রবার উপজেলার কিয়ামউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের আলমগীর শেখের ছেলে আরিফুর রহমান, সামান্তগাতি গ্রামের আসমত আলীর ছেলে আবিদ শেখ, ষোলশত গ্রামের আশরাফ আলীর ছেলে আলী আজম, বানিয়ারী গ্রামের আলমগীর শেখের ছেলে মো. শিপন, ঘোষকাঠি গ্রামের পরিতোষ হালদারের মেয়ে প্রিয়া হালদার ও যুগিয়া গ্রামের স্বপন হালদারের ছেলে সবুজ হালদার। তাদের মধ্যে সবুজ কেন্দ্রের বাইরে থেকে পরীক্ষার্থীদের কাছে প্রশ্নের সমাধান পাঠাত বলে পুলিশ জানিয়েছে।