- চাকরি
- অনুষ্ঠিত হলো সেলস চাকরি মেলা, নারীদের ব্যাপক অংশগ্রহণ
অনুষ্ঠিত হলো সেলস চাকরি মেলা, নারীদের ব্যাপক অংশগ্রহণ

ছবি: সংগৃহীত
দেশে প্রথমবারের মতো শুধুমাত্র সেলস পেশায় কর্মরত এবং যারা এ পেশায় ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য সেলস চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিডিজবস ডটকম আয়োজিত এ চাকরি মেলায় তিন হাজারের বেশি সেলসম্যান ও সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগের লক্ষ্যে পাঞ্চাশটি কোম্পানি অংশগ্রহণ করে। এতে পুরুষের পাশাপাশি বিপুল নারী প্রার্থী অংশগ্রহণ করেছেন।
মেলায় অংশগ্রহণের জন্য ২৫ হাজার চাকরিপ্রার্থী অনলাইনে রেজিস্ট্রেশন করেন। কোম্পানির মানবসম্পদ বিভাগের প্রতিনিধিরা আগ্রহী প্রার্থীদের সিভি সংগ্রহের পাশাপাশি তাদের তাৎক্ষণিক ইন্টারভিউ করেন।
বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী সমকালকে বলেন, ‘চাকরি মেলায় কম শিক্ষিত, উচ্চ শিক্ষিত সব ধরনের প্রার্থীর আবেদন জমা পড়েছে। তবে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পাস প্রার্থীর সংখ্যা বেশি। পুরুষের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী এই মেলায় অংশগ্রহণ করেছেন।’
তিনি বলেন, ‘মেলায় অভিজ্ঞ ও অনভিজ্ঞ দুই ধরনের চাকরি প্রার্থীদেরই আবেদন গ্রহণ করা হয়েছে। চাকরিতে যোগদানের পর কোম্পানি ভেদে বেতন সুযোগ-সুবিধা মিলিয়ে ১৫ থেকে ৩০ হাজার টাকা বেতন পাবেন তারা।’
মেলায় কতজনের চাকরি হয়েছে জানতে চাইলে বিডিজবস ডটকমের মার্কেটিং ডিরেক্টর বলেন, ‘কতজনের চাকরি হয়েছে এখনই সেটা বলা যাবে না। আরও কিছুদিন সময় লাগবে। কারণ, নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে অনেক সময় লাগে।’
মেলায় স্কয়ার টয়লেট্রিজ, আকিজ গ্রুপ, মেঘনা গ্রুপ, আর এফ এল গ্রুপ, ওরিয়ন গ্রুপ, টিকে গ্রুপ, সুপার স্টার গ্রুপ, ডেলিভারি টাইগার সহ পাঞ্চাশটি কোম্পানি অংশগ্রহণ করে। আগামী সেপ্টেম্বর মাসে চট্টগ্রাম এবং খুলনাতে এ মেলা আয়োজন করা হবে।
মন্তব্য করুন