দিনাজপুর সদরে বিআরটিসি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার দশমাইল টেক্সটাইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

 নিহতরা হলেন- জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর সাতনালা এলাকার ফয়জার রহমান (৩০), শামসুর রহমানের ছেলে সোহান (২৫) ও লিয়াকত আলীর ছেলে মোস্তাকিম (২৮)। নিহতদের একজন পিকআপ ভ্যানচালক ও বাকি দুজন তার সহকারী বলে জানা গেছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে সৈয়দপুরমুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে পণ্য বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানচালক ও তার সহকারীসহ ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর দিনাজপুর-রংপুর মহাসড়কে যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। 

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মেহফুজ তানজিল বলেন, নিহতদের মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। আহতরা চিকিৎসা নিয়েছেন।