এবার ৪১তম বিসিএসে একসঙ্গে ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন সহোদর দুই বোন। তারা হলেন- গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু। এদের একজন বিসিএসে শিক্ষা ও অন্যজন কৃষি ক্যাডারে নিয়োগে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

তাদের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ এলাকায়। বাংলাদেশ শিপিং করপোরেশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. এয়াকুব মিয়া ও গৃহিণী রুপিয়া বেগমের তিন মেয়ের মধ্যে দু' জন বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ও কৃতিত্ব অর্জন করাতে ওই পরিবারে বেশ খুশির আমেজ।

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক ফারজানা কুমকুম সাংবাদিকদের জানান, ওরা দুজনই আমাদের কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

গুলে জান্নাত সুমি বলেন, ২০০৭ সালে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ২০০৯ সালে হাজীগঞ্জ সরকারি মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১০-১১ সেশনে রাজনীতি বিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এর আগে ৪০তম বিসিএসসহ দুই বার বিসিএস পরীক্ষায় অংশ নেন। ৪০ বিসিএস এ নন ক্যাডারে হলেও সেটিতে কারোই নিয়োগ না দেওয়ায় তারটাও হয়নি।

সুমি বলেন, ৩ আগষ্ট ৪১ এর চুড়ান্ত রেজাল্টে দেখলাম-শিক্ষা ক্যাডারে হয়েছে। আর আমার ছোট জান্নাতুন নাঈম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিসিএসএ একবার অংশ নিয়েই চূড়ান্ত হলো। আমাদের পরিবার আত্মীয় স্বজন সবাই খুশি হয়েছে। সুমি বলেন, আমাদের দু' জনেরই প্রথম চয়েজ ছিলো প্রশাসন। 

কেমন করে এই সাফল্য এমন প্রশ্নের জবাবে সুমি বলেন, আমরা অনেক পড়াশুনা করেছি এবং টার্গেট ছিলো সাফল্যের চূড়ায় পৌঁছবো এবং পৌঁছে গেছি।