ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

সরকারি চাকরিতে আবেদন ফি কমল

সরকারি চাকরিতে আবেদন ফি কমল

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৪ | ১৯:৩২

সরকারি কর্ম কমিশন (পিএসসি) পরিচালিত বিসিএস ছাড়া নন-ক্যাডার পদ এবং সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধ-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ ও বিভিন্ন করপোরেশনের বিভিন্ন গ্রেডভুক্ত পদের নিয়োগ পরীক্ষা ফি কমিয়েছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ-বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে নবম গ্রেড বা তার ওপরের গ্রেডে (নন-ক্যাডার) চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি হবে ২০০ টাকা, যা আগে ছিল ৬০০ টাকা। এ আবেদন ফির সঙ্গে আগের মতো টেলিকম বাংলাদেশের সার্ভিস চার্জ ১০ শতাংশ বা ২০ টাকা দিতে হবে। আর ২০ টাকার ওপর ১৫ শতাংশ বা ৩ টাকা ভ্যাট দিতে হবে। অর্থাৎ নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন করতে মোট ২২৩ টাকা দিতে হবে। এতদিন ৬৭৫ টাকা দিতে হতো।

একইভাবে দশম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১১ ও ১২তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি ধরা হয়েছে ১৫০ টাকা, যা আগে ছিল ৩০০ টাকা। ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা আগের ছিল ২০০ টাকা। আর ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরিপ্রত্যাশীদের আবেদন ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি গ্রেডে ফির সঙ্গে সার্ভিস চার্জ এবং ভ্যাট যোগ হবে।

এছাড়া অনগ্রসর নাগরিকদের সব গ্রেডে পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। এর সঙ্গে ৫ টাকা সার্ভিস চার্জ এবং এক টাকা ৫০ পয়সা ভ্যাট যোগ করে আবেদনকারীকে ৫৫ টাকা ৫০ পয়সা দিতে হবে। আগের এ ধরনের কোনো বিধান ছিল না।

প্রজ্ঞাপনে কয়েকটি শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে- টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদন ও পরীক্ষা ফি দেওয়া যাবে এবং পরীক্ষা ফি বাবদ সংগৃহীত অর্থের সর্বোচ্চ ১০ শতাংশ কমিশন হিসেবে টেলিটককে দেওয়া যাবে এবং কমিশন হিসাবে পাওয়া অর্থের ১৫ শতাংশ ভ্যাট হিসেবে আদায় করা যাবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক পরীক্ষা ফি বাবদ অর্থ গ্রহণের পরবর্তী ৩ কার্যদিবসের দিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা দেওয়ার পর ওই প্রতিষ্ঠান অবিলম্বে চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা করবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রয়োজনীয় ক্ষেত্রে ওই অর্থ নিজস্ব ব্যাংক হিসেবে জমা করতে পারবে।

পরীক্ষা ফি বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১৩ ডিজিট প্রাতিষ্ঠানিক কোড এবং ৭ ডিজিট নতুন অর্থনৈতিক কোড ১৪২২৩২৬ এ অটোমেটেড চালানে সরকারি কোষাগারে জমা করতে হবে। কোনো প্রতিষ্ঠান ম্যানুয়াল চালানে (টিআর ফরম) পরীক্ষা ফি জমা করতে চাইলে ১- প্রাতিষ্ঠানিক কোড (চার অঙ্ক বিশিষ্ট) পরিচালনা কোড (চার অঙ্ক বিশিষ্ট)- অর্থনৈতিক কোডে (২০৩১) জমা করতে হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আবেদন ফি ৭০০ টাকার পরিবর্তে ২০০ টাকা করা হয়েছিল। ইতিমধ্যে ৪৭তম বিসিএস থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। ফলে এখন থেকে বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা।

আরও পড়ুন

×