- চতুরঙ্গ
- মেসি-জাভির বদনাম করতে অর্থ উড়াচ্ছে বার্সা?
মেসি-জাভির বদনাম করতে অর্থ উড়াচ্ছে বার্সা?

বার্সেলোনার সাবেক ও বর্তমান অনেক ফু্টবলাররা ক্লাবটির প্রেসিডেন্ট জোসেপ মারিও বার্তামেউয়ের সমালোচনায় মুখর। তাদের কারণে বার্সা প্রেসিডেন্টের ইমেজ খারাপ হয়েছে। তার ইমেজ পরিষ্কার করতে বার্সেলোনা পিআর (জনসংযোগ) প্রতিষ্ঠান ভাড়া করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বার্তামেউয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে। সঙ্গে লিওনেল মেসি-জেরার্ড পিকে, জাভি হার্নান্দেজ-কার্লোস পুয়েলদের বদনাম করছে।
বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওয়ালা ছাড়াও জোয়ান লাপোর্তেরাও আছেন ওই তালিকায়। সম্প্রতি লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার টেকনিক্যাল ডিরেক্টর এরিক আবিদালের কথার লড়াই হয়। সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে। বার্তামেউ বাধ্য হয়েই নাকি বিষয়টি সমাধান করার জন্য মেসির সঙ্গে আলোচনায় বসেন। এরপরই পিআর প্রতিষ্ঠান ‘কেলেঙ্কারির’ কথা সামনে এসেছে।
স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘কুই টি জগস’ দাবি করেছে, ক্লাব কতৃপক্ষ ফেসবুক এবং টুইটার মিলিয়ে একশ’অ্যাকাউন্ট চালাচ্ছে বার্সার সাবেক-বর্তমান ফুটবলারদের বদনাম করার জন্য। ওই অ্যাকাউন্ট থেকে মেসি বার্সার সঙ্গে নতুন চুক্তি করতে দেরি করায় আক্রমণ করে লেখা পোস্ট করা হয়েছে। পিকের খেলায় নয় ব্যবসায় মন বেশি বলে দাবি করা হয়েছে।
সামাজিক মাধ্যমে এমন অ্যাকাউন্ট ২০১৭ সালে প্রথম খোলা হয়েছে বলেও দাবি করা হয়েছে। ওই আইডি থেকে মেসিদের অনেক খারাপ ভাষাও অনেক সময় আক্রমণ করা হয়েছে। একইভাবে তারা বার্সা প্রেসিডেন্ট বার্তামেউকে প্রশংসায় ভাসিয়েছেন। আর এর জন্য বার্সাকে পিআর প্রতিষ্ঠানের পেছনে খরচা করতে হয়েছে এক মিলিয়ন ইউরো।
বার্সেলোনা অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসব অ্যাকাউন্টের কথা অস্বীকার করেছে। তবে ওই প্রতিষ্ঠানকে ছয়টি চালানের মাধ্যমে বার্সা অর্থ দিয়েছে এমন প্রমাণ সংবাদ মাধ্যমের হাতে আছে বলে দাবি করেছে তারা। এর আগে বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছিল, নেইমারকে বার্সায় নিয়ে আসলে তার ইমেজে ফেরাতে পিআরের পেছনে তাদের বড় অর্থ খরচা করতে হবে। বার্সার বিরুদ্ধে তাই পিআর প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের ঘটনাকে এখনই রটনা বলা যাচ্ছে না।
মন্তব্য করুন