- চতুরঙ্গ
- হ্যাটট্রিকে লিডসের দাপট থামালেন সালাহ
হ্যাটট্রিকে লিডসের দাপট থামালেন সালাহ

লিভারপুলের হ্যাটট্রিক হিরো মো সালাহর গোল উদযাপন।ছবি: গোল
ধার না থাকলেও ভারটা ঠিকই আছে লিডস ইউনাইটেডের। দীর্ঘদিন পর দ্বিতীয় বিভাগ থেকে প্রিমিয়ার লিগে আসলেও তিনবারের লিগ চ্যাম্পিয়নস তারা। চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে তারই প্রমাণ দিল লিডস। অল রেডসদের ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার রাতের ম্যাচে প্রায় রুখেই দিয়েছিল তারা। কিন্তু শেষ সময়ে মোহামেদ সালাহ তার হ্যাটট্রিক পূর্ণ করে দলকে ৪-৩ গোলের অসাধারণ জয় এনে দিয়েছেন।
নিজের চেহারায় কিছুটা পরিবর্তন এনেছেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ছেঁটে ফেলেছেন কোঁকড়ানো চুল। কিন্তু মাঠের সালাই আগের মতোই আছেন। ক্ষিপ্র, গোলক্ষুধায় ভরা। প্রিমিয়ার লিগে নিজেদের শুরুর ম্যাচে দারুণ এক হ্যাটটিক করে দলকে জিতিয়ে তারই প্রমাণ দিলেন সালাহ। তার তিন গোলের দুটি অবশ্য এসেছে পেনাল্টি থেকে।
ম্যাচের চার মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন সালাহ। ১২ মিনিটেই গোল শোধ দিয়ে দেয় আর্জেন্টাইন কোচ মার্সেলো বিসলার দল লিডস। লিভারপুল আবার ২০ মিনিটে গোল করে লিডে ফেরে। এবার গোল করেন অলরেডস ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। কিন্তু সেই লিডও ধরে রাখা হয়নি জার্গেন ক্লপের দলের। ৩০ মিনিটেই তা শোধ দিয়ে দেয় প্রিমিয়ার লিগের ‘ঘুমন্ত দৈত্যরা’।
গোলের লড়াই শুরু করা লিভারপুল আবার এগিয়ে যায় মোহামেদ সালার সুবাদে। ম্যাচের ৩৩ মিনিটে তার গোলে ৩-২ গোলের লিড নেয় দুই দশক পরে লিগ শিরোপা জেতা লিভারপুল। ওই লিডেই প্রথমার্ধ শেষ করে তারা। কিন্তু বল পায়ে ধরে খেলতে পছন্দ করা লিডস ৬৬ মিনিটে আবার সমতায় ফেরে। লিভারপুলকে ‘আপসেট’ করার মঞ্চ তৈরি করে ফেলে তারা।
কিন্তু শেষ সময়ে লিভারপুলের জয়ের ত্রাতা হয়ে আসেন মো সালাহ। লিভারপুলের ত্রাতা অবশ্য রদ্রিগোকেও বলা চলে। চলতি মৌসুমে ভ্যালেন্সিয়া থেকে লিডসে আসা স্প্যানিশ স্ট্রাইকার শেষ সময়ে ফাবিনহোকে বক্সে ফাউল করেন। পেনাল্টি থেকে গোল করে দলকে জেতানোর সুযোগ হাতছাড়া করেননি সালাহ। লিভারপুলকে জিতিয়ে দারুণ এক রেকর্ডও গড়ে ফেলেছেন সাবেক চেলসি ফরোয়ার্ড সালাহ। রেডসদের ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে টানা চারটি লিগে নিজেদের শুরুর ম্যাচে গোল করেছেন তিনি।
মন্তব্য করুন